বরিশাল ও বাবুঞ্জে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাবের অভিযানে ২ কেজি গাঁজা এবং ৭৩৭ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক করা হয়েছে। আজ আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার চরআবদানি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা আনিসুর রহমান ও সাইফুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কাউনিয়া থানায় সোপর্দ করা হয়।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জের মীরগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় সাইফুল আজম ও আকাশ চন্দ্র শীল কমলকে। এ সময় সাইফুলের কাছ থেকে ৪শ’পিস এবং আকাশের কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের কাউনিয়া এবং বাবুগঞ্জ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
কাউনিয়া ও বাবুগঞ্জ থানা সূত্র জানায়, আটককৃতদের আজ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার