ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিট থেকে পরবর্তী ২২ দিন দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ১১ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এই সময়ে ইলিশ আহরণ, সংরক্ষন, পরিবহন, ক্রয়-বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ। কঠোরভাবে নিষেধাজ্ঞা কার্যকর করতে শনিবার রাত থেকেই তদারকী শুরু করেছে মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌ বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা।
রবিবার সকালে বরিশালের প্রধান ইলিশ মোকাম পোর্ট রোডে অভিযান চালিয়েছে বিভাগীয় মৎস্য অধিদপ্তর। তারা পোর্ট রোডের বিভিন্ন আড়ত ও খুঁচরা মাছ বাজার তল্লাশি করেন। এ সময় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন তারা।
পরে কীর্তনখোলা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। তবে পোর্ট রোড এবং কীর্তনখোলা নদীতে মৎস্য বিভাগের অভিযানে কোন ইলিশ, জাল কিংবা জেলে আটক হয়নি।
নিষেধাজ্ঞাকালীন আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. বজলুর রহমান।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ