বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' বিষয়ে জনসচেতনতা বাড়াতে মানিকগঞ্জের ঘিওরে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাক হোসেন দিপু। সভায় সভাপতিত্ব করেন বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুমন দেওয়ান সাকিব।
সভায় অংশগ্রহণ করেন জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাঈদ ছানোয়ার, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, ঘিওর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজর আলী, শিবালয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, এবং জেলা যুবদলের সদস্য শরিফুল ইসলাম চাঁনসহ ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার শতাধিক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবীর বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। অথচ ৫৪ বছর পরেও আমরা স্বাধীনতার সুফল পুরোপুরি পাইনি। আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তুলতে তারেক রহমানের ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে— খেটে খাওয়া সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে এই ৩১ দফার সুফল সম্পর্কে তাদের অবহিত করুন।”
বিডি প্রতিদিন/আশিক