লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় জনতা ও পুলিশ প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমান জানাতে পারেনি তারা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১২ টার দিকে হাজিরহাট বাজারের মা কলি ক্লথ স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, ওহাব বস্ত্রালয়, তামীম বস্ত্রালয়, বিসমিল্লাহ ক্লথ স্টোর, ইব্রাহীম ক্লথ স্টোর, আলী আজমের ফার্মেসী সহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় জনতা ও পুলিশ প্রায় দুই ঘন্টা চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমদ জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর সম্পূর্ণরুপে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর