দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেটের এমসি কলেজের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম ফুজাইল আহমদ ফয়েজ। তিনি কলেজের বাংলা বিভাগের স্নাতক ১ম বর্ষের ছাত্র।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বালুচর পয়েন্টে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ফুজাইলের বুকে ছুরিকাঘাত করেছে।
ফুজাইল এর রুমমেট মিজানুর রহমান মিজান বলেন, ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলেন ফুজাইল। এসময় মোটর সাইকেলে চড়ে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এসময় তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোনটিও দুর্বৃত্তরা নিয়ে যায়। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা