বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপির। আজ বগুড়া শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সমানে বিক্ষোভ প্রদর্শন করে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী বেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথিব বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি মতিউর রহমান মতি, মহিলাদল সভানেত্রী লাভলী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.নাজমুল হুদা পপন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আসফারুল হাবিব রোজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার