মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও ২৯ দশমিক ৯১৮ টন ত্রাণ পাঠিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি।
বুধবার বিকালে এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ইরান দূতাবাসের প্রথম কাউন্সিলর এবং মিশনের ডেপুটি প্রধান নেয়ামত উল্লাহ জাদেহ এসব ত্রাণসামগ্রী চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।
এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ শফিউল আজম ও রেড ক্রিসেন্টের চট্টগ্রাম ইউনিটের সচিব আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম