নাটোরে পাথর বোঝাই একটি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল। এসময় ট্রাক থেকে ৫৬৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন-ট্রাকের চালক আইনুল হক (২৫) ও হেলপার রাকিব হোসেন (২১)। আজ নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের মোকরামপুর রিভু ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়।
আইনুল রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার আনারুল ইসলামের ছেলে এবং রাকিব হোসেন চারঘাট উপজেলার টাঙ্গন গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ শেখ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সদর উপজেলার মোকরামপুর (দত্তপাড়া) এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জের কাঁচপুরগামী কুচি পাথর বোঝাই একটি ট্রাকে (বগুড়া-ট-০২-০৩৯৮) তল্লাশি চালায় র্যাবের দলটি।
তল্লাশিকালে পাথরের মধ্যে রাখা ৫৬৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক আইনুল হক ও হেলপার রাকিব হোসেনকে আটক করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার