নাটোরে অস্ত্র মামলায় আনোয়ার হোসেন ওরফে ওয়াসিম (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ নাটোরের বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক এসএম হুমায়ন কবির এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আনোয়ার লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামের চন্দ আলীর ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১২ সালের ৪ অক্টোবর র্যাবের একটি দল আনোয়ারকে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ কয়েন বাজার এলাকা থেকে আটক করে। এসময় তার কাছে থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরে মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৪ এ প্রেরিত হলে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার