টাঙ্গাইলের ঘাটাইলে হেকমত আলী (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বাড়ির পাশের পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার যুগিহাটি গ্রামের ইনছান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, হেকমত আলী গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তিনি বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাঁ খুজি করে। পরে আজ হেকমত আলীর পুকুর পাড়ে তার লাশ দেখতে পায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহি উদ্দিন পিপিএম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার