পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেরপুরে পৌর প্যানেল মেয়র ও এক কাউন্সিলর হত্যা মামলার আসামী রফিকুল ইসলাম আকালী (৪৫) বোমা হামলায় মারাত্মক আহত হয়েছে। আকালি মেহেরপুর জেলা শহরের গোরস্থান পাড়ার আমজাদ হোসেনের ছেলে
আজ বুধবার রাত ৮টার দিকে প্রধান ডাকঘরের পেছনে এ বোমা হামলার ঘটনা ঘটে। বোমার স্প্লিন্টারে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা বেমা উদ্ধার হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই জেলার প্রধান ডাকঘরের পিছনে পর পর দুটি বোমার শব্দ শোনা যায়। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলাসহ চারটি বিস্ফোরক মামলা রয়েছে আকালীর বিরুদ্ধে। সে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম জানান, বোমা হামলার ঘটনা শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আহত আকালীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, দুটি হত্যা সহ চারটি মামলার আসামী আকালী। ধারণা করা হচ্ছে বোমা বহনকালে বিস্ফোরিত বোমায় সে আহত হয়েছে। আকালীকে আটক দেখিয়ে বিস্ফোরক মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর