বরগুনায় ৫'শ গ্রাম গাঁজাসহ স্বপন (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে বরগুনার উকিল পট্টির মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক স্বপন শহরের উকিল পট্টির বাসিন্দা মো. আলতাফের ছেলে।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপনকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে করবে বলেও জানান এসআই বশিরুল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন