চুয়াডাঙ্গায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিলাম ওরফে পাপীকে (৩২) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
বুধবার দিবাগত রাতে শহরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিলাম শহরের তালতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তালতলা এলাকায় অভিযান চালিয়ে জিলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, জিলাম একটি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন