মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে ২৩ জনকে আটক করেছে পুলিশ। তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
পুলিশ কন্টোল রুম সূত্রে জানা গেছে, রাতে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এসময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৩ জন আসামিকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ