বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলসহ বেলাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বুধবার দিবাগত রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বেলাল বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মোসলেম সরদারের ছেলে।
র্যাব জানায়, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান ভারত থেকে এপারে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ বেলালকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর ২০১৭/এনায়েত করিম