জামায়াতের ডাকা হরতালের সমর্থনে বরিশালে মিছিলের চেষ্টাকালে ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকালে নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মনিমুল ইসলাম নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিষ্টার, শাকিল ব্যাপারী সরকারী আলেকান্দা কলেজের এইসএসসি প্রথম বর্ষের এবং মোস্তাফিজুর রহমান ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. আসাদুজ্জামান জানান, জামায়াত-শিবিরের ১০-১৫ জনের একটি দল আজ সকাল ৬টার দিকে রূপাতলী হাউজিং এলাকায় হরতালের সমর্থনে মিছিল শুরুর চেষ্টা করে। টহল পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলকারীদের বেশির ভাগ পালিয়ে যেতে সক্ষম হয়। এদের মধ্যে ৩ জনকে ধাওয়া করে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ।
এদিকে জামায়াতের হরতালে তেমন কোন প্রভাব পড়েনি বরিশালের জনজীবনে। বরিশাল থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীন রুটের বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক। অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলেছে। নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠানের বেচা-কেনাও স্বাভাবিক। তবে হরতালকারীদের যেকোন অপতৎপরতা রোধে নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। সতর্কভাবে দায়িত্ব পালন করেছে টহল পুলিশও।
বিডি প্রতিদিন/এ মজুমদার