ফেনীতে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল ও জনজীবন। তবে হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সকালই থেকে নির্দিষ্ট সময়েই রাজধানী ঢাকাসহ নিজ নিজ গন্তেব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে দূর-দূরান্তের বাস। স্বাভাবিকভাবেই চলছে শহরের সিএনজি চালিত অটোরিকশা, হিউম্যান হলার, পিক-আপসহ সব ধরনের যান। তবে সতর্ক অবস্থানে আছে পুলিশ। নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থান থেকে পাঁচ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আনোয়ার হোসেন জানান, আটকৃতদের মধ্যে চারজন ছাগলনাইয়ার এবং একজন ফেনী সদর উপজেলার বাসিন্দা। হরতাল শুরুর পর দুপুর ১টা পর্যন্ত কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ