ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নুরে আলম।
তিনি বলেন, বুধবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহ সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার এসব আসামিকে গ্রেফতার করা হয়।
পরে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ