নোয়াখালীতে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় হাফেজ রহমত উল্লাহ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে দুদক।
বৃহস্পতিবার বিকেলে মাইজদীতে থেকে তাকে আটক করা হয়।
দুদকের নোয়াখালী কার্য্যালয়ের উপ-পরিচালক তালেবুর রহমান জানান, সে জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও জমিদারহাট নামক স্থানে প্রতারনার মাধ্যমে একটি জমি বার বার দেখিয়ে চৌমুহনী আইএফআইসি ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংক থেকে ধাপে ধাপে টাকা লোন নিয়ে ১ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে।
এরপর থেকে সে কোনো ব্যাংকে টাকা পরিশোধ না করে পালিয়ে থাকে। পরে ব্র্যাক ব্যাংক ও আইএআইসি ব্যাংক দুদকে অভিযোগ দিলে দুদক অনুসন্ধান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত হাফেজ রহমত উল্লাহর বাড়ী বেগমগঞ্জ থানার কাজীরহাট নামকস্থানে বলে জানা যায়। দুদক বাদী হয়ে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা করে।
বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান