কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার শীর্ষ মানবপাচারকারী মো. আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহাজপুড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি (পরিদর্শক) কাঞ্চন কান্তি দাশ।
গ্রেফতার মো. আলী বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকার এখলাছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচারের একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কাঞ্চন কান্তি দাশ।
গত কয়েক বছর আগে টেকনাফ বাহারছড়ার বিভিন্ন এলাকা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া মানবপাচার করা হয়। ওই সময় তার নেতৃত্বে শত শত লোক মালয়েশিয়া পাচার করা হয়েছিল। সম্প্রতি মানবপাচার বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মো. আলী ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। তবে মানবপাচারের সাথে জড়িত থাকায় সে সময়ে তার বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে একাধিক মামলা হয়েছিল। দীর্ঘদিন ধরে পলাতক মো. আলীকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম