যুবরাজকে আর প্রদর্শন করা হবে না। রুগ্ন যুবরাজকে দেখতে আজ কুমিল্লা চিড়িয়াখানা পরিদর্শন শেষে এ তথ্য দেন ঢাকা থেকে যাওয়া পশু চিকিৎসকরা। তারা গান দিয়ে ইনজেকশন ছুড়ে যুবরাজকে চিকিৎসা প্রদান করেন। এছাড়া অন্যান্য পশু-পাখির খোঁজ খবর নেন।
ঢাকা চিড়িয়াখানার ভেটেনারি সার্জন ডা. নাজমুল হাসান বলেন, বৃদ্ধ সিংহটি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সমস্যায় ভুগছে। যতদিন বেঁচে থাকে, আমরা ততদিন চিকিৎসা ও খাবার দিয়ে যাব। তবে আর প্রদর্শনী করা যাবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, কেন্দ্রীয় পশু হাসপাতালের ভেটেনারি অফিসার ডা. মাকসুদুল হাসানসহ জেলা পরিষদের কর্মকর্তারা।
উল্লেখ্য, রুগ্ন সিংহকে নিয়ে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিন অনলাইনে' চিড়িয়াখানার রুগ্ন সিংহের ছবি নিয়ে ফেসবুকে তোলপাড়' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার বিকালে রুগ্ন সিংহকে দেখতে কুমিল্লা চিড়িয়াখানা পরিদর্শন করেছেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার