এ কেমন শত্রুতা! পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদে ব্যবসায়ী শাহজালালের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তিনি ধার-দেনা করে পাঁচ লাখ টাকা শো রুমে জমা দিয়ে কিস্তিতে ১৩ লাখ টাকায় একটি মাহেন্দ্র গাড়ি কিনেছিলেন। কিন্তু সোমবার গভীর রাতে গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার তিনি কলাপাড়া থানায় অভিযোগ দাখিল করেছেন।
শাহজালাল জানান, এনজিও উদ্দীপন থেকে আড়াই লাখ, গয়না বন্ধক রেখে দেড় লাখ ও এক লাখ টাকা ধার করে মোট পাঁচ লাখ টাকা শো রুমে জমা দিয়ে চার দিন আগে মাহেন্দটি এলাকায় নিয়ে আসেন। এখনও শো রুমে আট লাখ টাকা বাকি। কিন্তু স্থানীয় একদল বখাটেরা শত্রুতা করে তার এই সফলতা সহ্য করতে না পেরে আগুন দিয়ে মাহেন্দ্রটি পুড়িয়ে দিয়ে তাকে পথে বসিয়ে দিয়েছে। এলাকার মাদকসেবীরা এ কাজ করতে পারে বলে তিনি আশংকা করছেন।
শাহজালাল বলেন, মাহেন্দ’র চালক বশির হাওলাদারের কাছে এ আগুন দেওয়ার খবর জানতে পেরে তাৎক্ষণিক এলাকায় যাওয়ার আগেই মাহেন্দ্রটি পুড়ে যায়। তিনি এ ঘটনায় থানা পুলিশের সহায়তা কামনা করছেন এবং ঘটনায় জড়িতদের আটকের দাবি জানান।
কলাপাড়া থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ব্যাপারে আভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার