নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় অবস্থিত মেডিপ্লাস হাসপাতাল নামের একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় নিহতের পরিবারের লোকজন বিক্ষোভ করলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশ এনে পরিস্থিতি শান্ত করেন। নিহতের নাম পারভীন আক্তার (৪৭)। সে ফতুল্লার লালপুর এলাকার হোসেন মিয়ার স্ত্রী। বুধবার সন্ধ্যা ৭টায় মেডিপ্লাস হাসপাতালে এঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, মেডিপ্লাস হাসপাতালে পারভীন আক্তারের জরায়ু অপরাশেন করেন ডাক্তার শান্তা ইসলাম। এসময় ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে পারভীনের মৃত্যু হয়। এসময় মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ গোপন রেখে পারভীনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। এরপর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা পারভীনকে মৃত ঘোষণা করেন।
৩০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জান্নাতুল নাইম জানান, পারভীনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। জানতে পেরেছি পারভীনের জরায়ুর অপারেশন করা হয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পারভীনের মৃতদেহ তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম মাজহার জানান, রোগীর স্বজনদের বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে এসে পরিস্থিতি শান্ত করেছি।
মেডিপ্লাস হাসপাতালের মালিক মোফাজ্জল হোসেন মিন্টু রোগী মৃত্যুর ঘটনাটি একটি দূর্ঘটনা দাবি করে বলেন, এ বিষয়ে কিছু বলার নেই।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ