নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় গামের্ন্টসে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাহেলা বেগম (২৫) সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার রুবেলের স্ত্রী ও একই এলাকার সালাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (২৮)। তারা ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত টাইমস সোয়েটার কারখানার শ্রমিক।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, কাঠেরপুলের টাইম সোয়েটারের দুইজন শ্রমিকের বুধবার রাত ৮টায় কারখানা ছুটি হয়। এসময় তারা দু’জন এক সাথে বাড়িতে যাওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক যার নং-(রংপুর-ট-৪০৯০) চাপা দিলে ঘটনাস্থলে একজন নারী শ্রমিক মারা যায়। আর অন্য আরেক নারী শ্রমিককে স্থানীয় লোকজন নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসাপাতালে নেয়ার পর মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ