লক্ষ্মীপুরের রায়পুরে মো. রাকিব (২২) নামের এক বখাটে চার বছরের শিশু পিয়াসকে চকলেটের লোভ দেখিয়ে বস্তায় ভরে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে গুরুতর অবস্থায় ওই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার বামানিতে এ ঘটনা ঘটে। শিশু পিয়াসের চোখে ও মুখে মারাত্মক জখম করা হয়েছে।
পিয়াস রায়পুরের বামনি গ্রামের মো. সোহেলের ছেলে। অভিযুক্ত রাকিব একই এলাকার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নির্যাতনের শিকার শিশু পিয়াসের বাবা সোহেল জানান, সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির সামনে থেকে রাকিব তার ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে রাস্তার পাশের একটি টয়লেটে নিয়ে অপকর্মের চেষ্টা করে। এসময় চিৎকার করলে তাকে বস্তায় ভরে নির্যাতন করা হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর বখাটে রাকিব মামলা না করার জন্য হুমকি দেয়।
এদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. নাছির বলেন, শিশুটির চোখে মুখে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ