চোরাই মোটরসাইকেলসহ নিপ্পন তালুকদার নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কৈবর্ত্যপাড়ায় অভিযান চালিয়ে বুধবার দিনগত রাতে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা জানান, ডিবি পুলিশের একটি দল রাতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড ১৫০ মডেলের একটি চোরাই মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম