কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন আবু কালাম জিপু (৪২), মোতালেব হোসেন (৩০), আসলাম (২৮) ও শাহ্ আলম (৪৫)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার