ফরিদপুরে সদরপুর উপজেলার সদরপুর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের প্রায় ২০০ মিটার ধসে গেছে। ধসে যাওয়া অংশ মেরামত না করায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। আঞ্চলিক এ সড়কটির অন্তত পাঁচটি জায়গায় আনুমানিক ছয় ফুট পাকা অংশসহ ২০০ মিটার ভেঙে গেছে। সড়কটি বড় একটি অংশ ধসে যাওয়ায় ইজিবাইক বা রিক্সা ভ্যান এ সড়কে চলাচল করতে পারলেও বাস বা ট্রাক জাতীয় বড় আকারের যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আঞ্চলিক এ সড়কের দশ হাজার গ্রামের মাহাবুব খানের বাড়ির সামনে বিশাল অংশজুড়ে ধসে গেছে। সেখানে দুটি রেনট্রি গাছসহ সড়কের বিরাট অংশ ধসে যায়। তাছাড়া এখনো বেশকিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সদরপুরের চন্দ্রপাড়া দরগা শরিফসহ ঢেউখালী ইউনিয়নের গ্রামগুলিসহ আশেপাশের ২৬টি গ্রামের আনুমানিক ১০ সস্রাধিক জনগণ প্রতিদিন চলাচল করে। সড়কটিতে ধস নামায় চলাচলে সমস্যা হচ্ছে এবং এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দশ হাজার গ্রামের বাসিন্দা হাসিবুল খান বলেন, গত ২০-২২ অক্টোবরের প্রবল বৃষ্টিপাতের কারনে ওই সড়কের বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়। হঠাৎ করেই সড়কটির বেশকিছু অংশ ধসে পড়ে। তবে দিনে দিনে সড়কের ভাঙ্গন বাড়ছে। গত শনিবার সড়কের পাশের দুটি রেনট্রি গাছসহ বিরাট একটি অংশ ধসে পড়ে।
স্থানীয় সরকার অধিদপ্তরের সদরপুর উপজেলা কার্যালয় সুত্রে জানা গেছে, ১২ ফুট প্রস্থ ও প্রায় সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যরে ওই আঞ্চলিক সড়কের দশ হাজার নামক গ্রামের অন্তত পাঁচটি জায়গায় সড়কের আনুমানিক ছয় ফুট পাকা অংশসহ ২০০ মিটার ভেঙ্গে গেছে। ওই সড়কের উত্তর পাশ দিয়ে ভুবনেশ্বর নদের একটি খাল প্রবাহিত হয়েছে। খালটির কারণে সড়কের এ ধসের এ ঘটনা ঘটেছে।
সদরপুর উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামউদ্দিন বলেন, সড়কটি চলাচলের উপযোগী রাখার জন্য বালু ভর্তি ব্যাগ ধসে পেড়া স্থানে ফেলা শুরু হয়েছে। তিনি বলেন, এতে ধস ঠেকানো না গেলেও চলাচলের জন্য হয়তো সড়কটি চালু রাখা সম্ভব হবে। তিনি বলেন, খালের পাশে গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী ভাবে সড়কটি মেরামত করার উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে তিনটি ডিজাইন প্রস্তুত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে জমা দেওয়া হযেছে। যে নক্সাটি অনুমোদন করা হবে পরবর্তিতে তার আলোকে প্রকল্প প্রস্তুত করে সড়কের ধসে পড়া ওই অংশ স্থায়ীভাবে মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার