লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মুরাদ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার লামচর ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুরাদ একই গ্রামের মোর্শেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মুরাদকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৭/ফারজানা