ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত মো. সুমন (১১) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঘাট এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে ও মধ্যটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার পর অটোরিকশা চালক ও যাত্রীরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার