বগুড়ায় পৃথক অভিযানে মোবাইল ফোন সেট, নগদ টাকা ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে র্যাব। আজ বেলা ১১টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শহরের ছিলিশপুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গেটের সামনে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেন। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, আট বান্ডিল কয়েল রড, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাছাড়া, আজ ভোরে সদর উপজেলার চান্দপাড়ার খড়িয়াজান ব্রিজ সংলগ্ন তিনমাথা মোড় এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মা-ছেলেকে আটক করে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোর্শেদ জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার