নওগাঁয় ৩ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এই মেলার আয়োজক কর অঞ্চল রাজশাহীর নওগাঁ ৩, ৪ ও ৫ সার্কেল। স্থানীয় একটি হোটেলে আজ বৃহষ্পতিবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক।
উপ-কর কমিশনারের কার্যালয়ের নওগাঁ-৩ সার্কেলের সহকারি কর কমিশনার উৎপল হালদারের সভাপতিত্বে মেলার উদ্বোধনী ঘোষণা করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এবং কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরদার সালাহ উদ্দিন মিন্টুু।এ অনুষ্ঠানে জেলার ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় নতুন করদাতাদের নিবন্ধন, বকেয়া কর আদায় এবং পুরাতন করদাতাদের পুনঃনিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য করবিভাগ, সোনালী ব্যাংক এবং কর আইনজীবী সমিতির কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৭/ফারজানা