'সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই' এ স্লোগানে কিশোরগঞ্জে ৫ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। আজ সকালে কিশোরগঞ্জ আয়কর কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। চলতি অর্থ বছরে ৯৯ কোটি টাকা আয়কর প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থ বছর আয়কর অর্জিত হয়েছিল ৭৪ কোটি টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর সার্কেল ১৩ ও ১৪ এর সহকারী কর কমিশনার মো. একরামুল হক। এ সময় কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া ও কর সার্কেল ২১ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, কোন রকম হয়রানি ছাড়াই জনগণ যাতে স্বাচ্ছন্দে আয়কর দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার