সিরাজগঞ্জের পৌর শহরের সমাজ কল্যাণ মোড় এলাকায় একটি তুলার ফ্যাক্টরিতে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর, তুলা ও মেশিনারি যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরি মালিক দাবি করেছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, মেসার্স তালুকদার ট্রেডার্সের তুলা ফ্যাক্টরির মেশিনারির যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুণের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়।
তবে এর আগেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলেও জানান আব্দুল হামিদ।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম