কুমিল্লা সদরের ময়নামতি সেনানিবাস এলাকায় বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাস্তা পারাপারের সময় বাসের চাপায় ওই পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম