মাদারীপুরের শিবচরে গাঁজা বিক্রিতে জড়িত থাকার দায়ে রমজান আলী নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাঁজাসহ রমজান আলীকে আটক করা হয়। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইমরান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল রমজান আলীকে ৬ মাসের সাজা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ জানান, শিবচরের পৌর এলাকায় দীর্ঘদিন ধরে রমজান আলী গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৭/মাহবুব