সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাকিব আলী (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের আবদুন নূরের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উদ্ধার মর্গে প্রেরণ করা হয়। রাকিব সুনামগঞ্জের ছাতক থানার আলকিয়ারী গ্রামের আপ্তাব আলী ছেলে। দীর্ঘদিন থেকে সে রামধানা শেখেরগাঁও গ্রামে বড় বোনের সাথে বসবাব করছিল। সেই সাথে উপজেলা সদরের পুরাতনবাজারের একটি চায়ের দোকানে কাজ করত সে।
রাকিবের পিতা আপ্তাব আলী জানান, সে তার বোনের সাথে থাকতো। গত দুইদিন থেকে বোনের বাড়িতে আসেনি। ওদিকে কর্মস্থলেও যায়নি। স্থানীয়রা লাশের ব্যাপারে জানালে আমরা গিয়ে তাকে গাছের ডালে ঝুলন্ত দেখতে পাই। এ ঘটনায় আমি অপমৃত্যু মামলা (১৭) দিয়েছি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার