নোয়াখালীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। নোয়াখালী আয়কর অফিস ও কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার দুপুর জেলা শহরের বিআরডিবি হল রুমে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্নচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. আবদুস সোবহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান, নোয়াখালী আয়কর অফিসের কর্মকর্তা কামরুল হাসান, শফিউল ইসলাম ও প্রাপ্ত সারতী মজুমদার, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হামিদ উল্যা, ও সাধারণ সম্পাদক এডভোকেট এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক মেজবাহ উল হক মিঠু।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৭/ফারজানা