বরিশালের কীর্তনখোলা নদীতে ৩টি ট্রলারে তল্লাশি চালিয়ে শিকার নিষিদ্ধ ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার গভীর রাতে কীর্তনখোলা নদীর বেলতলা ফেরীঘাট পয়েন্টে এই অভিযান চালানো হয়।
জব্দ হওয়া জাটকাগুলো আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. এরফান জানান, জাটকা নিধন বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি দল গত বুধবার গভীর রাতে কীর্তনখোলা নদীর বেলতলা পয়েন্টে ৩টি ট্রলারে তল্লাশি চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার সকালে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরীর ডিসিঘাট এলাকায় জব্দ জাটকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ১৬টি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিনামূল্যে বিতরন করা হয় বলেও জানিয়েছে কোস্টগার্ড।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম