আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় এগিয়েছে দেশ। অনেক ভালো সময় পার করেছি আমরা। সামনে কঠিন নির্বাচনী চ্যালেঞ্জ আসছে। বড় দলে গ্রুপিং থাকতেই পারে। এখন সেটা ভুলতে হবে। তা না পারলে ফলস অন্যের ঘরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তাই, আসুন সকলে আওয়ামী লীগকে নিয়ে ভাবি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ।
বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক পৃথক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি। সোহাগ এসময় আরও বলেন, আমি দীর্ঘদিন কেন্দ্রীয়ভাবে ছাত্র রাজনীতি করেছি। এখন আপনাদের পাশে থেকে দলীয় কার্যক্রমে সহযোগিতা করতে চাই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন খান, চেয়ারম্যান শাজাহান আলী খান, যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, মো. রাসেল হাওলাদার, হাসিব খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, কলেজ শাখার সভাপতি বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব চলে আসছে এক যুগের অধীক সময় ধরে। দলের নানা কর্মসূচিও পালিত হচ্ছে দুই মঞ্চে। যার একটি অংশ স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন সমর্থিত। অপরটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের অনুসারী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম মনিরুল হক তালুকদার ও এমপি গ্রুপের বিপরীতে রাজনীতিতে সোচ্চার রয়েছেন।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৭/ফারজানা