টাঙ্গাইল পৌর এলাকার কাগমারীতে ট্রাকচাপায় ইমান আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ কাগমারী শস্বানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী সদর উপজেলার হুগড়া ইউয়িনের গন্ধবপুর গ্রামের হোসেন মুন্সির ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, সকালে টাঙ্গাইল শহর থেকে ইমান আলী মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় ঘটনাস্থলে পৌছলে পিছন থেকে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমান আলী নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার