বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজারে আব্বাস আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
মোবাইল ফোন কেনাবেচা নিয়ে বিরোধের জের ধরে বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শান্ত নামে একজনকে আটক করেছে। নিহত আব্বাস মহিপুর জামতলির ইজার আলীর ছেলে।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'একটি মোবাইল ফোন কেনা বেচা নিয়ে আব্বাসের সাথে বিরোধ হয়। পরে ৪/৫ জন একত্রিত হয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করলে সে মারা যায়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ই জাহান