বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার শহরের নবাববাড়ী রোড়ে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সিনিয়র সহসভাপতি ফজলুল বারী বেলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সহিদ উন নবী ছালাম, আব্দুল ওয়াদুদ, কেএম খায়রুল বাশার, আবুল বাশার, সিপার আল বখতিয়ার, আলীমুর রাজি তরুন, শফিকুল ইসলাম মাষ্টার, হেলাল উদ্দিন, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন