দিনাজপুর জেলার হিলি সীমান্ত চেকপোষ্ট জিরো পয়েন্টে বিএসএফকে মিষ্টি ও ইলিশ মাছ উপহার দিলেন বিজিবি।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জিরোপয়েন্টে আনুষ্ঠানিকভাবে মিষ্টি ও ইলিশ মাছ উপহার দেয়া হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুব উল আলম জানান, বিজিবি কোম্পানীটি ৭ মাস অবস্থান শেষে অন্যত্র বদলী ও নতুন কোম্পানী’র সাথে বিএসএফ’র স্থানীয় কোম্পানির পরিচয় করিয়ে দিতে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে ভাব সম্প্রীতি বজায় রাখতে আজকের এই আয়োজন।
এ সময় বিজিবি নতুন কোম্পানী কমান্ডার নাছের এর সাথে বিএসএফ কোম্পানী কমান্ডারের পরিচয় করিয়ে দেন।
বিডিপ্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ই জাহান