ময়মনসিংহের ত্রিশাল থেকে উগ্রবাদী বইসহ নব্য জেএমবির জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ (২৫) নামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার সকালে উপজেলার কেরানী বাড়ির মোড় থেকে তাকে আটক করে র্যাব-১৪। শ্রাবণ চাঁদপুর জেলার নুরুল ইসলামের ছেলে। দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক লে: কর্ণেল শরিফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের কেরানী বাড়ির মোড় থেকে নব্য জেএমবির সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম আটক করা হয়। আটকৃত জাহাঙ্গীর গাজীপুরের একটি ইন্সটিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড এ্যাপ্লিকেশন বিষয়ের ডিপ্লোমা প্রোগ্রামের ১ম বর্ষের শিক্ষার্থী। সে সদস্য সংগ্রহ করতে ত্রিশালে এসেছিল। তার কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই ও উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নব্য জেএমবির সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন