কুমিল্লায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলার মুরাদনগরে জনসভার আয়োজন করা হয়।
মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আওয়াল সরকারের হাতে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে উত্তর জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের সূচনা করা হয়।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো: আবদুল মান্নান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ুম খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন