কুমিল্লায় জাতীয় রক্তদাতা দিবসে র্যালি, রক্তদান নিয়ে ডকুমেন্ট্রি প্রদর্শনী, আলোচনা সভা, রক্তদানে বিশেষ অবদান রাখায় জাগ্রত মানবিকতা ও সাতজন রক্তদাতা সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা।
বৃহস্পতিবার কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান।
সম্মাননাপ্রাপ্ত সাতজন সাংবাদিক হলেন, আবদুল্লাহ আল মামুন, মোঃ আনোয়ার হোসাইন, আশিকুর রহমান আশিক, আশিকুর রহমান সোহেল, মোঃ আরিফুর রহমান মজুমদার, মাহাবুব আলম বাবু ও দেলোয়ার হোসাইন আকাইদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার উপদেষ্টা জাহাঙ্গীর আলম রতন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন