নোয়াখালী জেলার কবিরহাটে এসএসসি নির্বাচনী পরীক্ষা (টেস্ট) ফলাফলে ১ বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। জানাগেছে উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নবগ্রামের আনাজুল হকের কন্যা নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুলেখা বেগম রুমা ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী।
তার পিতা আনাজুল হক জানান, সম্প্রতি এসএসসি নির্বাচনী পরীক্ষায় রুমা অংশ গ্রহণ করে। স্কুল থেকে বলা হয়েছে যারা নির্বাচনী পরীক্ষায় ফেল করবে তাদের ফরম ফিলাপে সুযোগ দেয়া হবেনা। পরীক্ষার ফলাফল ৫ তারিখ প্রকাশ করা হবে। কিন্তু রুমা জানতে পারে সে নির্বাচনী পরীক্ষায় ১ বিষয়ে অকৃতকার্য হবে এবং পরীক্ষার অংশ গ্রহণ করতে পারবেনা এ বলে শিক্ষকেরা ধমক দেয়।
এ খবর পেয়ে মঙ্গলবার দিন ভর কান্না কাটি করে রাতের বেলায় বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় রুমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর ভোরে সে মারা যায়।
বিডিপ্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ই জাহান