পটুয়াখালীর কলাপাড়ায় দুই দিন ব্যাপী ‘আয়কর মেলা’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান।
বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-২০ কলাপাড়ার অতিরিক্ত সহকারী কর কমিশনার শিপন চন্দ্র পাল।
অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ।
মেলার প্রথম দিনে শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ীদের অনেকেই আয়কর রিটার্ণ দাখিল করেন। ৩ নভেম্বর বিকেল ৫ টায় কলাপাড়া উপজেলার আয়কর মেলার সমাপ্তি হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর