বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম থেকে মঙ্গলবার ঢাকা যাওয়ার পথে ফেনীর মাহিপালে গাড়ির বহরের পাশে বোমা মেরে দুটি বাসে আগুন দেয়ার ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে ছাত্রদল নেতা নূরের সালাম মিলন।
বৃহস্পতিবার ফেনীর সিনিয়র ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে তিনি স্বীকারেক্তি জবানবন্দি দেন।
ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার স্বীকারোক্তির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিলন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন